মানিকগঞ্জের চার হাজার গাছ কাটার ওপর স্থিতাবস্থা

মানিকগঞ্জের সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করতে প্রায় চার হাজার গাছ কাটার জেলা প্রশাসকের সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার আদেশ দেয়।
একই সঙ্গে আদালত গাছ কাটার সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ভিন্ন উপায়ে সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।
আগামী চার সপ্তাহের মধ্যে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘সিঙ্গাইরে কাটা হচ্ছে চার হাজার গাছ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এক জাতীয় দৈনিকে। ওই প্রতিবেদন যুক্ত করে মানিকগঞ্জ বারের সদস্য মনজুরুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানান, মানিকগঞ্জের সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়কের প্রায় চার হাজার গাছ কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে সহস্রাধিক গাছ কেটে ফেলা হয়েছে। আদালত ওই গাছ কাটার ওপর স্থিতাবস্থা দিয়েছেন।
এর আগে গত ১৮ জানুয়ারি যশোর রোডের শতবর্ষী গাছ কাটার ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট।
জানা গেছে, ঢাকার হেমায়েতপুর থেকে মানিকগঞ্জ পৌর এলাকার জরিনা কলেজ মোড় পর্যন্ত ৩১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি ১৭ ফুট চওড়া। এটি প্রশস্ত করে ২৪ ফুটে উন্নীত করা হবে। মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করার জন্য দরপত্রের মাধ্যমে এসব গাছ বিক্রির সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। গত বছরের ৬ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী, ৩ হাজার ৭২৫টি গাছ ২৮টি গুচ্ছে বিক্রি করা হয়। সর্বোচ্চ দর ১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৩৯ টাকায় গাছগুলো বিক্রি করা হয়।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এমএবি/মোআ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আলফাডাঙ্গায় হলি চাইল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

তিন নারীর ওপর বর্বরতা: তদন্তে মানবাধিকার কমিশনের

হাসপাতালের ডাস্টবিনে ২২ ‘নবজাতকের’ লাশ

পিরোজপুরে বিএনপির ২০ নেতাকর্মী কারাগারে

নান্দাইলে স্থগিত দুই ইউপিতে ভোট ২৮ ফেব্রুয়ারি

গাছ লাগিয়ে গাঁজা সেবন, যুবক আটক

উপজেলা নির্বাচনে আলফাডাঙ্গায় ২৪ জনের মনোনয়ন জমা

ফরিদপুরে উপজেলা চেয়ারম্যানে ৪২ জনের মনোনয়ন দাখিল

নেত্রকোণায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন বিতরণ
