শ্রীপুরে নারী শ্রমিকের আত্মহত্যা

প্রকাশ | ০১ মার্চ ২০১৮, ২২:২৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মাওনা উত্তরপাড়া গ্রাম থেকে বিউটি রানী দাস নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয় রোকন মিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বিউটি রানী নীলফামারী জেলার জলডাঙ্গা উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের পরিতোষের স্ত্রী। বিউটি রানী স্থানীয় রোকন মিয়ার বাড়িতে ভাড়া থেকে মাওনা এলাকার জাবের স্পিনিং মিলস নামের একটি কারখানায় কাজ করতেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিউটির স্বামী পরিতোষ ও সতীন ববিতা রানীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক জানান, বিউটি রানী পরিতোষের দ্বিতীয় স্ত্রী। পরিতোষ প্রথম স্ত্রী ববিতা রানী ও দ্বিতীয় স্ত্রী বিউটি রানীকে নিয়ে মাওনা এলাকায় রোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার বিউটির সাথে স্বামী ও সতীনের ঝগড়া হলে রাতের কোন এক সময় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিউটির স্বামী ও সতীনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/ওআর)