উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুক্রবার শুরু

প্রকাশ | ০১ মার্চ ২০১৮, ২২:২৪

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৩৩৯ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১ লাখ ৭৩ হাজার ৪৫১ জন শিক্ষার্থী অংশ নেবেন। এদের মধ্যে ১ লাখ ১ হাজার ১৪২ জন ছাত্র এবং ৭২ হাজার ৩০৯ জন ছাত্রী।

এ পরীক্ষা শুধুমাত্র শুক্রবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। আগামী ০৪  মে পরীক্ষা শেষ হবে।

(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/ওআর/ইএস)