ভোলার তজুমদ্দিনে উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশ | ০১ মার্চ ২০১৮, ২২:৩৯

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক দেওয়ান রির্টানিং অফিসারের কাছে মনোনয়পত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সভাপতি আবুল হাসেম সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাসিম হাওলাদার, যুবলীগ সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগ সম্পাদক মো. রাসেল প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় চেয়ারম্যান পদে জাতীয়তাবাদী দল (বিএনপি) পক্ষে গোলাম মোস্তফা মিন্টু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদ উদ্দিন তালুকদার ও নাসির উদ্দিন মনোনয়ন দাখিল করেন।

উপজেলা রিটার্নিং অফিস জানায়, উপ-নির্বাচনে আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই, ১২ মার্চ প্রত্যাহার, ১৩ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনু্ষ্ঠিত হবে।

৫টি ইউনিয়ন নিয়ে গঠিত তজুমদ্দিন উপজেলা পরিষদে মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭২৭। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৯০৩ জন এবং নারী ভোটার ৪৩ হাজার ৮২৫ জন।

গত ৩১ ডিসেম্বর এ উপজেলার চেয়ারম্যান অহিদ উল্ল্যাহ জসিম মারা গেলে এ পদটি শূন্য ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/ওআর/ইএস)