১৯মার্চ গাজীপুরের সশস্ত্র প্রতিরোধ দিনকে স্বীকৃতির দাবি

প্রকাশ | ০১ মার্চ ২০১৮, ২৩:০০

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

১৯৭১ সালের ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ হয়েছিল গাজীপুরে। তাই এ দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এর আয়োজন করে ‘১৯শে মার্চ ৭১ এর সাহসী যোদ্ধা সমন্নয় পরিষদ’।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বীকৃতির আবেদন জানিয়েছেন তারা।

সকালে ১৯৭১ সালের ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রচার সম্পাদক মো. ওলিউল্লাহ হাওলাদারের নেতৃত্বে গাজীপুর শহরের মুক্তমঞ্চে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা সমাবেশ করেন। পরে তারা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরও তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

মো. ওলিউল্লাহ হাওলাদার জানান, ১৯৭১সালের ১৯মার্চ পাকিস্তানিদের বিরুদ্ধে গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে পাকহানাদার বাহিনীর গুলিতে তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছিলেন। এরপর থেকেই বাংলাদেশে পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়।সারাদেশে শ্লোগান উঠে জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর’। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এর পর থেকে প্রতিবছরই গাজীপুরবাসী স্থানীয়ভাবে ১৯মার্চ পালন পালন করে আসছেন। সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি ও মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।  সমাবেশে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আপনাদের দাবিটি প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হবে। এজন্য আমার পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা থাকবে।

(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/ওআর/ইএস)