চাচার লাঠির আঘাতে প্রাণ গেলো ভাতিজার

প্রকাশ | ০৪ মার্চ ২০১৮, ১৯:৫৫

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচার লাঠির আঘাতে তার ভাতিজা সাবলু মিয়া মারা গেছেন। শনিবার দুপুরে লাঠির আঘাতে আহত সাবলু মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এঘটনায় বিক্ষুদ্ধ গ্রামবাসী হামলাকারীদের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন।  স্থানীয়রা জানায়, উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের তেজপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলেদের সঙ্গে তার ছোট ভাই আব্দুর রহমানের দীর্ঘদিন ধরে বাড়ি সংলগ্ন ১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে ওই জমিতে মুরগী ফসল নষ্ট করে। এ নিয়ে তাদের বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চাচা ও চাচাত ভাইদের হামলায় গুরুতর আহত হন সাবলু মিয়া। তাকে বাঁচাতে গিয়ে সাবলুর স্ত্রী শিউলী বেগমও আহত হন। পরে সাবলুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে সাবলু মারা যান। মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ গ্রামবাসী হামলাকারীদের ৫টি টিনসেড ঘরসহ আসবাবপত্র জ্বালিয়ে দেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল বাশার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৪ মার্চ/প্রতিনিধি/ওআর)