সালথার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

প্রকাশ | ০৪ মার্চ ২০১৮, ২১:২৫

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর

ফরিদপুরে সালথা-সোনাপুর বাঁক সরলকরণ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে৤

রবিবার দুপুর একটায় নিজ কার্যালয়ে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ১৪ জনের মাঝে ৪২ লাখ ৯০ হাজার ৪৪৫ টাকার চেক বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, যারা নিজের জমি সরকারের কথায় দিয়ে এ উন্নয়ন কাজে শামিল হয়েছেন- তারা মহৎ। আর আপনাদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য এই ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার। তাই এটা আপনাদের অধিকার। এই টাকা তুলতে কোনো রকম হয়রানি হয়েছে কিনা, সেটা জেলা প্রশাসক সকলের কাছে জানতে চান।

উত্তরে চেক গ্রহিতা সকলে জানান, ক্ষতিপূরণ গ্রহণের টাকা পেতে তাদের কোনো খরচ দিতে হয়নি। তারা সকলে এই সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

এই সময় আরো ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মতিউর রহমান খান, সোনপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু প্রমুখ।

প্রসঙ্গত, এই প্রকল্পের আওতায় মোট ১০.৬৮ একর জমি অধিগ্রহণ করে সরকার, যার ক্ষতিপূরণ বাবদ জমি মালিকদের প্রদান করা হবে ৮ কোটি ৩৫ লক্ষ টাকা।

(ঢাকাটাইমস/৪মার্চ/এসবি/এলএ)