‘মানুষ কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকতে পারে’

প্রকাশ | ০৫ মার্চ ২০১৮, ২১:৫৮

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, কৃতকর্মের মধ্যদিয়ে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকতে পারে। সোমবার দুপুরে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের পিতা ও এমপি একাব্ব হোসেনের চাচা খোয়াজ উদ্দিন  (খোয়াজ কোম্পানী) কোলহানি অনুষ্ঠানে একথা বলেন।

মেয়র সাহাদৎ হোসেন সুমনের গ্রামের বাড়ি মির্জাপুর পৌর সদরের পোস্টকামুরী গ্রামে কোলখানির আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীরা ছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রায় পাঁচ হাজার লোকের খাবার আয়োজন করা হয়।

মেয়রের পিতা মরহুম খোয়াজ কোম্পানী ও তাদের পারিবারিক আর্থিক সহযোগিতায় উপজেলার একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হয়েছে।

গত ২৫ জানুয়ারি সকাল পৌনে সাতটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/প্রতিনিধি/এলএ)