পরমাণু চুক্তি ওবামা প্রশাসনের সবচেয়ে নিকৃষ্ট চুক্তি: পেন্স

প্রকাশ | ০৬ মার্চ ২০১৮, ১৪:৫১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বের ছয় প্রভাবশালী দেশের সঙ্গে ২০১৫ সালে হওয়া ইরানের পরমাণু চুক্তিকে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবা সরকারের সবচেয়ে নিকৃষ্ট চুক্তি বলে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিষয়ক কমিটি (আইপ্যাক) এর সম্মেলনে এ কথা বলেন পেন্স।

ইরানের পরমাণু চুক্তির ত্রুটিগুলো সংশোধন করা না হলে যুক্তরাষ্ট্র এটি থেকে বের হয়ে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ চুক্তিকে ওবামা প্রশাসনের সবচেয়ে নিকৃষ্ট চুক্তি উল্লেখ করে পেন্স বলেন, এটি কখনোই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে কোন ধরনের ভূমিকা রাখতে পারবে না।

আর এ কারণেই চুক্তিটি প্রকৃত অর্থে তেমন কোন গুরুত্ব বহন করে না উল্লেখ করে তিনি আরও বলেন, ইরান কখনোই তাদের ইসরায়েল বিরোধী মনোভাব থেকে সরে আসবে না, যে কারণে চুক্তিটি পুরোপুরি অর্থহীন।

বেশ কিছু দিন ধরে ইরানের সঙ্গে হওয়া এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামা প্রশাসনের করা এ চুক্তিকে উপহাস করে তিনি ইরানের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পথ খুঁজছেন। এরই মধ্যে ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের হুশিঁয়ারির পর থেকে এর তীব্র বিরোধিতা করে আসছে ইরান। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দেন দরবার শুরু করেছে ইরান। তবে ইরানের বিরোধিতায় যে খুব একটা কান দিচ্ছে না ট্রাম্প প্রশাসন তা মাইক পেন্স এর কথা থেকেই স্পষ্ট বোঝা যায়।

বিশ্বের ক্ষমতাধর ছয় রাষ্ট্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানির সঙ্গে ২০১৫ সালে ওই চুক্তি করে ইরান। এই চুক্তির আওতায় ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে দেশটি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসায় সম্মত হয়।

(ঢাকাটাইমস/৬মার্চ/একে)