পুঠিয়ায় ৯২৮ ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশ | ০৭ মার্চ ২০১৮, ১৬:৫৮

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৯২৮ ইয়াবাসহ বাবলু মিয়া নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে পুঠিয়ার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার বাবলু মিয়া জেলার পুঠিয়া উপজেলার বালিয়াখালীঘাটি সোনারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একজন পেশাদার মাদক  বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বানেশ্বর এলাকায় ইয়াবা বিক্রির সময় বাবলুকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে বাবলু মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বাবলুর বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুর ও পাবনার ঈশ্বরদী থানায় ছিনতাই ও খুনসহ একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/আরআর/ওআর)