কেরালায় গান্ধির মূর্তির ওপর হামলা

প্রকাশ | ০৮ মার্চ ২০১৮, ১৯:০৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের বিভিন্ন রাজ্যে একের পর এক মূর্তি ভাংচুরের ঘটনা ঘটছে। এ বার বাম শাসিত ভারতের দক্ষিণের রাজ্যে কেরালাতে মহাত্মা গান্ধির মূর্তির ওপর হামলা চালানো হয়েছে।

কান্নুর জেলার থালিপারাম্বায় প্রশাসনিক ভবন চত্ত্বরে গিয়ে মহাত্মা গান্ধির মূর্তিতে হামলা চালাল এক ব্যক্তি। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার সকালেই এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেরুয়া লুঙ্গি পরা এক ব্যক্তি আজ সকাল সাড়ে ৮টার দিকে থালিপারাম্বার প্রশাসনিক দপ্তরে চত্ত্বরে ঢোকে। সে গান্ধির মূর্তিতে আঘাত করে চশমাটি ভেঙে দেয়। মূর্তির গলা থেকে মালাটি খুলে নিয়ে ছুড়ে ফেলে দেয়। তারপর প্রশাসনিক ভবন চত্ত্বর ছেড়ে বেরিয়ে যায়।

ঘটনাস্থলে যারা ছিলেন, তারা হামলাকারীর ছবি তোলার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। পাশ থেকে বা পিছন থেকে কয়েকজন তার ছবি তুলেও নেন। কিন্তু মুখের ছবি তোলা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং তাদের কাছ থেকে পাওয়া ছবির ভিত্তিতে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/৮মার্চ/এসআই)