চুয়াডাঙ্গায় পাঁচ দিনের বসন্তবরণ উৎসব শুরু

প্রকাশ | ১০ মার্চ ২০১৮, ১৯:২৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী বসন্তবরণ ও লোকসংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।

শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান ও বাউল শিল্পী হোসেন আলী সাঁই।

উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, লাঠিখেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে বাউল সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালাসহ জারী ও গাজীর গান। আগামী বুধবার পর্যন্ত এই বসন্তবরণ ও লোকসংস্কৃতিক উৎসব চলবে।

(ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/জেবি)