আশুলিয়ায় বিদ্যুৎ সংযোগে স্পট মিটারিং কার্যক্রম শুরু

প্রকাশ | ১১ মার্চ ২০১৮, ১৭:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাভারের আশুলিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে স্পট মিটারিং কার্যক্রমের আওতায় পাঁচ শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

রবিবার সকালে আশুলিয়ায় ইউনিয়ন পরিষদে এ স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর।

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর আশুলিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস জানান, পুরো মার্চ মাস জুড়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ স্পট মিটারিং এর আয়োজন করেছে এর মূল উদ্দেশ্যে হচ্ছে গ্রাহকরা যাতে দালালদের মাধ্যমে হয়রানি না হয়। তাদের হয়রানির হাত থেকে রক্ষায় স্পটে টাকা জমা নিয়ে সাথে সাথে মিটার লাগানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকৌশলী মাহফুজুর রহমান খাঁন, সহকারী জেনারেল ম্যানেজার অসিত কুমার শিকদার, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল খালেক ও ইউনিয়ন পরিষদ সদস্য রুহুল আমিন মণ্ডল প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ মার্চ/ওআর)