অনুশীলনে সাকিব

প্রকাশ | ১২ মার্চ ২০১৮, ১২:৫৪ | আপডেট: ১২ মার্চ ২০১৮, ১২:৫৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিলো দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চিকিৎসা শেষ করে রবিবার দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই সোমবার অনুশীলনে যোগ দিলেন। মিরপুরে বিসিবি একাডেমি জিমনেশিয়াম ভবনে অনুশীলনে ব্যস্ত এই তারকা। আশা করা যায় আগামী ৫-৭ দিনের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে ২২ গজে ফিরবেন।

সাকিবের সুস্থ হবার বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন,‘অস্ট্রেলিয়াতে তার চিকিৎসা শেষ। সেখানকার চিকিৎসকরা তার আঙুলের ক্ষত সারাতে একটি ইনজেকশন দিয়েছেন। তাদের মতে আশা করা যায় আগামী ৫-৭ দিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে এবং তাড়াতাড়িই সে খেলায় ফিরতে পারবে।’

গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই ইনজুরি থেকে তিনি এখনও সেরে ওঠেননি। ছিটকে গেলেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদহাস ট্রফিতেও। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হতে তার আরও বেশ কিছুদিন সময় লাগবে।

গত ৬ মার্চ কলোম্বতে গিয়েছিলেন সাকিব। সতীর্থদের সাথে দুই দিন সময় কাটিয়ে কলোম্ব থেকে অস্ট্রেলিয়ায় যান দেশ সেরা এই ক্রিকেটার।

(ঢাকাটাইমস/১২ মার্চ/ এইচএ)