চাঁদপুর শহরে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশ | ১২ মার্চ ২০১৮, ১৭:১২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর শহরের সবচাইতে বড় পাইকারি বাজার পালবাজারে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের বকুলতলা রোডে বাসু সৈয়ালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

বাজারের ব্যবসায়ী মুকবুল হোসেন বলেন, বাজারের বকুলতলা রোডে বাসুর দোকানের আগুন মূহুর্তে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দমকল বাহিনীর সদস্যরা  ঘটনাস্থলে  এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েকটি দোকানে গ্যাস সিলিন্ডার থাকায়  আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২৫ দোকান  পুড়ে ছাই হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিস কর্মীরা। বাজারে গাড়ি প্রবেশের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে শহরের পুরাণবাজার স্টেশনসহ ৪ ইউনিট আড়াই ঘণ্টা কাজ করেছেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে নির্ধারণ করা হবে।

(ঢাকাটাইমস/১২ মার্চ/প্রতিনিধি/ওআর)