দেবহাটায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ | ১৫ মার্চ ২০১৮, ১৪:১৩

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরার দেবহাটায় কিশোরী মোহন দাশ নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কোমরপুর গ্রামে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরী মোহন দাশ দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের সনৎ দাশের ছেলে।

নিহতের ভাই ও ভোমরা বন্দরের সিএণ্ডএফ এজেন্ট রিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ধ্রুব দাশ জানান, কিশোরী মোহন দাশ ভোমরা বন্দরে ট্রান্সপোর্ট ব্যবসায় জড়িত ছিলেন। তার তিন সন্তানের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। একমাত্র ছেলে ব্যবসা করেন।মঙ্গলবার রাতে তাদের এক আত্মীয়ের বিয়েতে বাবা সনৎ দাশ ছাড়া সকলে সেখানে যান। আজ সকালে বাড়িতে ডাকাডাকি করেও মোহন দাশের সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকেন তারা। এসময় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। মৃতের পা দুটি মেঝেতে লেগে ছিল বলে তিনি জানান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/প্রতিনিধি/ওআর)