বিএসইসির চেয়ারম্যানকে সিনিয়র সচিবের পদমর্যাদা

প্রকাশ | ১৫ মার্চ ২০১৮, ১৭:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যা্ন অ্ধ্যাপক ড. এম খায়রুল হোসেকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। অধ্যাপক খায়রুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের শিক্ষক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অধ্যাপক ড. খায়রুল হোসেনকে তার বর্তমান চুক্তির মেয়াদকাল পর্যন্ত সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হলো।, 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম. কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আরেক প্রজ্ঞাপনে তিন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে।

পটুয়াখালীর জোনাল সেটেলমেন্ট অফিসার হাওলাদার মো. রফিকুল বারীকে বিকেএসপির পরিচালক, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেনকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, সুরক্ষা সেবা বিভাগের যু্গ্মসচিব সৈয়দ বেলাল হোসেনকে বিআইডব্লিউটিসির পরিচালক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এমএম)