জাফর ইকবাল হত্যাচেষ্টা

ফয়জুলের মামা কারাগারে, বাবার জবানবন্দি

প্রকাশ | ১৫ মার্চ ২০১৮, ১৮:০০

বুরো প্রধান (সিলেট).ঢাকাটাইমস

সিলেটে শিক্ষাবীদ মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের মামা ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালত এ আদেশ দেন। একই ঘটনায় আজ বিকেলে ফয়জুল হাসানের বাবা আতিকুর রহমান আদালতে ৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন।

এর আগে পাঁচদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।

আদলত পুলিশের সহকারী কমিশনার অমুল্য কুমার চৌধুরী ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আদালত শুনানি শেষে ফয়জুলের মামা ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিকেলে ফয়জুলের বাবা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন।’

১১ মার্চ ফয়জুলের মামা ও বাবাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশ কর্মকর্তা অমুল্য আরও বলেন, বুধবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও চাপাতিসহ আটক রায়হানুল ইসলাম চমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে।

চমনের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। তদন্তে জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলায় তার সম্পৃক্ততা পেলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি।

গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে ওপর হামলা চালান ফয়জুল। সঙ্গে সঙ্গে তাকে ধরে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

এর আগে গত ৮ মার্চ হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ১৩ মার্চ ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফয়জুলের ভাই এনামুল হাসানকে।

ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/ ইএস