সিলেট সিক্সার্সের প্রধান কোচ ওয়াকার ইউনিস

প্রকাশ | ১৫ মার্চ ২০১৮, ১৯:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিসকে আগামী দুই আসরের জন্য প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। জাফরুল ইহসানের স্থলাভিষিক্ত হবেন ওয়াকার ইউনিস। জানা গেছে, জাফরুল ইহসান দলের টিম ম্যানেজমেন্টের অংশ হিসাবে থাকবেন।

সিলেট সিক্সার্স দলের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বলেছেন, ‘ওয়াকার ইউনিসের মতো কাউকে প্রধান কোচ হিসাবে পেয়ে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমরা তার সেই অভিজ্ঞতাকে পরিপূর্ণরুপে কাজে লাগাতে চাই।’

বিপিএলে গতবারই প্রথমবারের মতো অংশ নেয় সিলেট সিক্সার্স। টুর্নামেন্টের শুরুতে তারা দারুণ খেললেও পরবর্তীতে টানা ম্যাচ হেরে লিগ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৭ সালের আসরে ওয়াকার ইউনিসকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসাবে এনেছিল সিলেট সিক্সার্স।

গত আসরে সিলেট সিক্সার্সের অধিনায়ক সিলেট নাসির হোসেন। লিগ পর্বে ১২টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছিল তারা। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে থেকে তারা টুর্নামেন্ট শেষ করেছিল।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এসইউএল)