সড়ক দুর্ঘটনায় আহত অতিরিক্ত আইজিপি

প্রকাশ | ১৫ মার্চ ২০১৮, ২৩:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০১৮, ০০:১০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোকলেছুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত আটটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের কোটবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ঢাকাটাইমসকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমান ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে কোটবাড়ি মোড়ে পৌঁছলে লুপ রোড দিয়ে উল্টো পথে আসা একটি লরি পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অতিরিক্ত আইজিপি ও তার সঙ্গে থাকা বডিগার্ড ও চালক আহত হন। তারা হলেন, বডিগার্ড সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ও চালক সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফ। দুর্ঘটনায় তাদের বহনকৃত গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হাতে আঘাত পান অতিরিক্ত আইজিপি।

খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ঘটনাস্থলে ছুটে যান। 

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন বলেন, অতিরিক্ত আইজিপিসহ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের ঢাকা পাঠানো হয়েছে। 

তিনি বলেন, দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে লরিটি আটক করা হয়েছে। 

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/ ইএস)