স্যামসাংয়ের নতুন চার ফোন

একই সঙ্গে নতুন চারটি ফোন এনেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এগুলো হলো-স্যামসাং গ্যালাক্সি জে সিক্স, জে এইট, এ সিক্স এবং এ সিক্স প্লাস। চারটি ফোনই ভারতের বাজারে গতকাল অবমুক্ত করেছে স্যামসাং।
গ্যালাক্সি জে সিক্সে রয়েছে এইচ ডি প্লাস সুপার অ্যামোলিড ইনফিনিটি ডিসপ্লে। এক্সিনোস ৭৮৭০ মডেলের চিপসেট সম্বলিত এই ফোনটি ৩ ও ৪ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। ফোরজি সমর্থিত ফোনটিতে ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
গ্যালাক্সি জে এইটের রয়েছে এইচডি প্লাস ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনটির ভিতরে রয়েছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের দুটি সেন্সর। এর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
স্যামসাংয়ের নতুন চারটি ফোনের তিন নম্বরটি গ্যালাক্সি এ সিক্স। এতে রয়েছে ৫.৬ ইঞ্চির সুপার অ্যামোলিড ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনটির ভেতরে রয়েছে একটি অক্টাকোর প্রসেসার। ৩ ও ৪ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে।
চার নম্বর ফোনটি হলো গ্যালাক্সি এস সিক্স প্লাস। এতে ৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনটির ভিতরে রয়েছে একটি অক্টাকোর প্রসেসর। ৩ ও ৪ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে।
(ঢাকাটাইমস/২২মে/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাড়া ফেলেছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো

হ্যাম রেডিও অপারেটরদের নিয়ে ফিল্ড ডে

দুই ফোনের দাম কমাল নকিয়া

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো আনল রবি-এয়ারটেল

ঢাকায় ফাল্গুনী উদ্যোক্তা হাট

‘ডিজিটাল বাংলাদেশের ধারণা বিশ্বব্যাপী আলোচিত’

শক্তিশালী ব্যাটারির ৩ জিবি র্যামের ফোরজি ফোন আনল ওয়ালটন

বইমেলায় বিকাশ
