জগন্নাথে কোটা আন্দোলনের নেতার ওপর হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বর্তমান আলোচিত কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সোহেলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোহেল ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক। ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি।
বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে ফুজি গলির সামনে হামলার ঘটনা ঘটে।
বুধবার বিকালে ক্যাম্পাসের মূল ফটকের বাইরে এলে ১০/১২ জন তার ওপর হামলা চালায় বলে দাবি করেন সোহেল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন ঢাকাটাইমসকে বলেন, ‘আহত সোহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক। বিকাল ৩টার দিকে তার ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসময় রড ও লাঠির আঘাতে সোহেলের ঠোঁট ও নাক ফেটে গেছে। তাছাড়া পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটে পাঁচটি সেলাই করা হয়েছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ ঢাকাটাইমসকে বলেন, ‘এক শিক্ষার্থীকে মারধরের কথা শুনেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তার দেখাশোনা করছে। হামলাকারী খুঁজে বের করার চেষ্টা চলছে। হামলাকারীরা চিহ্নিত হলে ব্যবস্থা নেয়া হবে।’
(ঢাকাটাইমস/২৩মে/আইএইচ/জেবি)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

গণবিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ

ডাকসুর ভোটকেন্দ্র প্রশ্নে গণভোটের দাবি

টাকা-স্বর্ণালংকারের জন্য খুন হন ইডেন অধ্যক্ষা

বেরোবিতে ‘সিঙ্গেল ঐক্যজোটে’র বিক্ষোভ

রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ

জাবিতে ছাত্রলীগ নেতার হাতে ছাত্রলীগ নেত্রী লাঞ্ছিত

আবার মধুর কেন্টিনে ছাত্রদল, ক্যাম্পাসে সহাবস্থানের স্বপ্ন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বসন্ত মেলা

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাহিদ, নিয়াজ সম্পাদক
