এফবিসিসিআইর ইফতার ও দোয়া মাহফিল

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন। এফবিসিসিআই-এর সাধারণ পরিষদ সদস্যদের সম্মানে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের দোয়ার আগে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সবার জন্য দোয়া করবো। এসময় তিনি সবাইকে অগ্রিম ইদের শুভেচ্ছা জানান।
এরপর দেশের ব্যবসায়ী নেতারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন। এফবিসিসিআই নেতারা তাদের প্রার্থনায় দেশ ও দেশের জনগণের কল্যাণ ও শান্তি কামনা করেন।
দোয়া অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হকের জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়।
ইফতার মাহফিলে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান, বিজিএমইএ সদস্যবৃন্দ এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি, সহ-সভাপতিবৃন্দ ও সাধারণ পরিষদ সদস্যবৃন্দ অংশ নেন।
(ঢাকাটাইমস/২৩মে/জেআর/জেবি)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

‘বেশি লাভ করছে’ ৩৩ ব্যাংক

ব্যাগপ্যাকার্সের ২১ শতাংশ ছাড় শেষ হচ্ছে বৃহস্পতিবার

বাজেটে ই-কমার্স খাতে ১০০০ কোটি টাকা বরাদ্দ চায় ই-ক্যাব

দিনাজপুরে রানারের নতুন ডিসপ্লে সেন্টার

অনুমোদন পেল আরও ৩ ব্যাংক

ব্যাগপ্যাকার্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

ঋণখেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এফবিসিসিআই

পাঁচ শতাংশ প্রণোদনা চায় বিজিএমইএ
