নওগাঁ-৬: আ.লীগের ছয় নেতার মনোনয়ন জোট

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ)
 | প্রকাশিত : ২০ জুন ২০১৮, ০৮:১৯

প্রার্থিতা নিশ্চিত করার জন্য যখন দেশের বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়ন-প্রত্যাশীরা কর্মী-সমর্থকদের নিয়ে নিজের মতো করে মাঠ চষে বেড়াচ্ছেন, তখন নওগাঁর রাণীনগর-আত্রাইয়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এই দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে নৌকার মনোনয়ন-প্রত্যাশী ছয় আওয়ামী লীগ নেতা একত্রে ভোট চেয়ে জনসংযোগ করছেন। ছয় নেতার ঐক্যবদ্ধ জনসংযোগকে কেউ কেউ মনোনয়ন জোট হিসেবে দেখছেন।

এই আসনের বর্তমান এমপি মো. ইসরাফিল আলমও মাঠে রয়েছেন। প্রতিবারের মতো এলাকায় এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ঈদে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ওই ছয় নেতাও। তবে তারা যেখানে গেছেন দলবলে একত্রে হাজির হয়েছেন। বলছেন, ‘আমাদের মধ্যে প্রার্থী যে-ই হোক, নৌকায় দিব ভোট।’

সংবিধান অনুযায়ী, আগামী ডিসেম্বরে বা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। অর্থাৎ আরও অন্তত ছয় মাস বাকি। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে রাণীনগর-আত্রাইয়ের শহর ও গ্রাম।

এবার ঈদে মনোনয়ন-প্রত্যাশীরা কেউ ঈদ কার্ড, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ নির্দিষ্ট স্থানে দাওয়াত দিয়ে, কেউ বা বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

নতুন যে ছয়জন মনোনয়ন-প্রত্যাশীর কথা বলা হচ্ছে, দুই উপজেলার সদরসহ বিভিন্ন বাজারে, গ্রামে-গঞ্জে তাদের একত্রে ভোট চাওয়া কৌতূহলের জন্ম দিয়েছে ভোটারদের মধ্যে। ভোটাররা জানতে চাইছেন, ছয়জনের মধ্যে প্রার্থী কে। জবাব মিলছে, সবাই প্রাথী। তবে ছয়জনের মধ্যে যেই প্রার্থী হোক বাকি সবাই তার পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

মনোনয়ন জোটের নেতারা হলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম বিপ্লব, সাবেক এমপি ওহিদুর রহমানের ছেলে নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাণীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রেজাউল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীনগর উপজেলার ৬ নম্বর বড়গাছা ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

ছয় নেতার এমন ঐক্যবদ্ধ অবস্থান থেকে কেউ কেউ স্থানীয় আওয়ামী লীগের মাঝে বিভক্তির শঙ্কা প্রকাশ করছেন। এই নিয়ে দুই উপজেলার সর্বত্র চলছে কানাঘুষা।

(ঢাকাটাইমস/২০জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :