সৌদির সঙ্গে বিদায় নিলো সালাহর মিসরও

গ্রুপ পর্বের ম্যাচে আজ উরুগুয়ের বিপক্ষে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সৌদি আরব। এই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে। আজ সৌদি আরবের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান সময়ে তরুণ ফুটবল তারকা মোহাম্মদ সালাহর দল মিসরেরও। বুধবার পর্তুগালের কাছে হেরে প্রথম দল হিসাবে বিদায় নেয় মরক্কো।
গ্রুপ ‘এ’তে ছিল রাশিয়া, উরুগুয়ে, মিসর ও সৌদি আরব। এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে রাশিয়া ও উরুগুয়ে। তবে, কোন দল গ্রুপ চ্যাম্পিন, কোন দল গ্রুপ রানার আপ সেটি এখনও ঠিক হয়নি। আগামী ২৫ জুন রাশিয়া ও উরুগুয়ে মুখোমুখি হবে। ওই ম্যাচের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ নির্ধারণ হবে।
মিসর-সৌদি আরব বিদায় নিলেও তাদের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। সান্ত্বনার জয় খোঁজার ম্যাচে আগামী ২৫ জুন তারা মুখোমুখি হবে। সৌদি আরব রাশিয়ার কাছে ৫-০ গোলে ও উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে। আর উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে ও রাশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে মিসর।
(ঢাকাটাইমস/২০ জুন/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

চেলসির খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা ফিফার

কিউই টেস্ট দলে অ্যাস্টল

দেখে নিন ১০০ বলের টুর্নামেন্টের নিয়ম-কানুন

প্রস্তুতি ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ: রাহি

দেশে ফিরেছেন মাশরাফিরা

ইউরোপা লিগের শেষ ষোলোতে চেলসি-আর্সেনাল

টি-টোয়েন্টি লিগের গ্রুপ পর্বের ম্যাচও মিরপুরে

২২২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

৮২.৫ মিটার উপর থেকে আসা বলে ক্যাচ
