তামিল সুন্দরী হলেন মিস ইন্ডিয়া

তামিলনাড়ুর অনুকৃতি ভাস এবারের মিস ইন্ডিয়ার মুকুট জয় করলেন। অষ্টাদশী সুন্দরী অনুকৃতি ৩০ জন প্রতিযোগীকে হারিয়ে ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৮ সন্মান লাভ করেন। এর আগেও অনুকৃতি এফবিবি কালার্স ফেমিনা মিস তামিল নাড়ুর শিরোপা পেয়েছিলেন। সিঙ্গেল মাদারের সাহচর্যে বেড়ে ওঠা এ সুন্দরী মায়ের স্বপ্ন পুরণের জন্য ফ্রান্সে পড়াশোনা করেছেন। তিনি নৃত্যশিল্পী এবং ক্রীড়াবিদ। এছাড়া মোটরসাইকেল চালাতেও পারঙ্গম।
এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন হরিয়ানার মীনাক্ষি চৌধুরী এবং দ্বিতীয় রানান আপ হয়েছেন অন্ধ্র প্রদেশের শ্রেয়া রাও কামাভারাপু।
আবেদনময়ী মিনাক্ষী চৌধুরী ডেন্টাল সার্জারিতে স্নাতক করছেন। আর দ্বিতীয় রানার আপ শ্রেয়া রাও কামাভারাপু পেশায় একজন স্থপতি।
শ্রেয়া বর্তমানে হায়দ্রাবাদের একটি আর্কিটেকচার ফার্মের হেড স্ট্রেটেজিক প্ল্যানার হিসেবে কাজ করছেন।
এই দুই রানার্স আপ এখন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৮ এবং মিস ইউনাইটেড মহাদেশ ২০১৮ তে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
বিচারকের আসনে ছিলেন ক্রিকেটার ইরফান পাঠান, কেএল রাহুল এবং বলিউড তারকা মালাইকা আরোরা, ববি দেওল ও কুনাল কাপুর।
গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে অনেক তারকা উপস্থিত ছিলেন। এর মধ্যে মাধুরী দিক্ষীত, কারিনা কাপুর খান, জ্যাকলিন ফার্নান্দেজ, ক্রিকেটার ইরফান পাঠান, কেএল রাহুল, অভিনেতা ববি দেওলসহ আরও অনেককেই উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪জুন/টিএ/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

এফডিসিতে ‘অন্ধকার জগত’

‘যদি একদিন’ সিনেমার ট্রেলার প্রকাশ

‘মেলা বই হৈ চৈ’ নিয়ে মুমতাহিনা ও জামিউল

সজল-সারিকার ‘তুই কে আমার’

পরীমনির বাগদান শেষ, অপেক্ষা বিয়ের

‘সরি বলা মানে হেরে যাওয়া না’

নিজেকে নিয়ে ছবি বানাচ্ছেন কঙ্গনা

রণবীর সিংকে চেয়েছিলেন প্রিয়া

মাহবুবুল এ খালিদের ফাগুনের গানে বসন্ত বরণ
