পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ১৫:০১

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে পতাকা বৈঠক করেছে বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। বুধবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক, পত্নীতলা-১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খানসহ বিভিন্ন স্তরের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অপর দিকে বিএসএফয়ের ১৮৩ ব্যাটালিয়ন অধিনায়ক কমাডেন্ট মাসুদ মোহাম্মদ, অতিরিক্ত পরিচালক শ্রী প্রকাশ চন্দ্র রায়, চকগোপালপুর বিএসএফ ক্যাম্প কমাণ্ডার শ্রী জেসমির সিং, মাথুরাপুর ক্যাম্প কমাণ্ডার শ্রী এসি কিশোর খুড়ম্সহ বিএসএফয়ের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/ওআর)