সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ খাওয়াবে ডিএসসিসি

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ১৪ জুলাই প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় এসব শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।

বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অ্যাডভোকেসি ও ওরিয়েন্টেন সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রাধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন।

সভায় জানানো হয়, আগামী ১৪ জুলাই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। এতে ৬-১১ মাস বয়সী ৪৫ হাজার ২৯২ শিশিুকে নীল ক্যাপসুল এবং ৩ লাখ ১১ হাজার ৮২৫ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ডিএসসিসি এলাকায় ১৪৮৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর এই কাজে ২৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার তত্ত্বাবধান করবেন।

সেদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন এ’র অভাবে রাতকানা, ডায়রিয়া, হাম ও মারাত্মক অপুষ্ঠিসহ নানা রোগে আক্তান্ত হয় শিশুরা। তাই প্রতিবছর জাতীয়ভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাউদ্দিন বলেন, ‘আমরা বড় সমস্যাগুলি দূর করেছি, এখন ছোট ছোট সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে হবে। বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে, এদেশে ল্যাংড়া-নুলা নাই বললেই চলে। আমাদের এখানেই থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমাদের কাজ করে যেতে হবে।

শেখ সালাউদ্দিন বলেন, ‘ভিটামিনযুক্ত খাদ্য খেলে এ ক্যাপসুলের দরকার হয় না। যেহেতু আমরা সবাই ভিটামিনযুক্ত খাদ্যর পর্যাপ্ত যোগান দিতে পারি না, সে কারণে সরকার ছয় মাস পর পর ভিটামিন ক্যাপসুল খাওয়ায়। ভিটামিন এ বেশি খেলেও সমস্যা হয় না। আগামী ১৪ তারিখ প্রথম রাউন্ডে ছয় মাস থেকে এগার মাস বয়সী সকল শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় জেলা প্রসাশন, বিজিবি ও সিভিল সার্জনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৪জুলাই/জিএম/এমআর