শেরপুর সীমান্তে মৃত বুনোহাতি উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১২:১৯

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি বুনোহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগ জানায়, ভোরে গুরুচরণ দুধনই গ্রামের একটি খোলা মাঠে স্থানীয়রা বুনোহাতির মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বন বিভাগকে জানালে তাওয়াকুচা বিট কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

মৃত হাতিটি ১২ থেকে ১৫ বছর বয়সের। এটি দাঁতাল মাদি হাতি। ওই হাতিটির দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাওয়াকুচা বিট কর্মকর্তা আশরাফুল আলম।

তার ধারণা অসুস্থতাজনিত কারণে হাতিটি মারা যেতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক জানান, ময়নাতদন্তের পর হাতিটিকে মাটিচাপা দেয়া হবে।

প্রসঙ্গত, গেল দুই মাসে ঝিনাইগাতী সীমান্ত থেকে দুটি হাতির মৃতদেহ উদ্ধার করা হলো। এর আগে গত ১ মে উত্তর গান্ধিগাঁও গ্রাম থেকে আরও একটি বুনোহাতির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।

(ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :