সাইবার শট ক্যামেরায় ডিএসএলআর-এর সুবিধা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৩:৫০

নতুন পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা আনলো সনি। আরএক্স ১০০ সিক্স মডেলের এই ক্যামেরাতে রয়েছে হাই ম্যাগনেফিকেশন জুম লেন্স।

সনির নতুন এই সাইবার শট ক্যামেরায় রয়েছে জেইস ভ্যারিও-সোনার টি স্টার ২৪-২০০ মিলিমিটার এফ২.৮-এফ৪.৫ লেন্স।

লার্জ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ডিএসএলআর ক্যামেরার মত বিশেষ মোড রয়েছে। এতে ব্যাকগ্রাউন্ড ডিফোকাস করার সুবিধা রয়েছে। বিশেষ করে ভালো মানের পোট্রেট তোলা যাবে এই ক্যামেরা দিয়ে।

এছাড়াও ক্যামেরাটি ফাস্টার শাটার স্পিড ব্যবহার করা হয়েছে। আছে হাইব্রিড অটোফোস সিস্টেম। মাত্র ০.০৩ সেকেন্ডেই এটি সাবজেক্টকে ফোকাস করতে সক্ষম।

সনি এই প্রথম কোনো সাইবার শট ক্যামেরায় ফোরকে এইচডিআর ভিডিও রেকডিং সুবিধা এনেছে। এজন্য আরএক্স১০০ সিক্স একটি অনবদ্য ক্যামেরা।

(ঢাকাটাইমস/৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :