যেমন দেখতে হবে নতুন গ্যালাক্সি নোট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৪:০৯

নতুন গ্যালাক্সি নোট আসছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি নোট নাইন মডেলের ডিভাইসটি আগস্ট মাসে বাজারে আসবে। ইতোমধ্যে এই ফোনটির ছবি ও বিস্তারিত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

রাশিয়ান ওয়েবসাইট হাই-টেক@মেইল এ এক প্রতিবেদনে নোট নাইনের এক ছবি প্রকাশ হয়েছে। ছবির পাশাপাশি ওয়েবসাইটটি এই নোটের কনফিগারেশনও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নোট নাইনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আরো থাকবে হার্ট রেট সেন্সর। এর রিয়ারে থাকছে দুই ক্যামেরা। সেলফি ক্যামেরা একটাই।

গ্যালাক্সি নোট নাইনে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহৃত হয়েছে। এতে ৬ জিবি র‌্যাম রয়েছে। ৮ জিবি র‌্যামের একটি নোট নাইনও বাজারে আসতে পারে। গুঞ্জন এমনটাই বলছে।

ব্যাটারির নিরাপত্তার জন্য এতে উন্নত প্রযুক্তির অধিক মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে।

গ্যালাক্সি এস পেন প্রযুক্তি সম্বলিত নোট নাইনে বিশেষ বিশেষ ফিচার থাকবে। যেগুলো এখনও কোনো স্যামসাং ফোনে দেখা যায়নি।

নোট নাইনের দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :