ড্রাইভিং লাইসেন্স থাকলেই কিনতে পারবেন বাইক

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৫:০৭

আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তবেই আপনি কিনতে পারবেন মোটরসাইকেল। প্রতিবেশি দেশ ভারতে এমনই আইন চালু হয়েছে। ভারতের সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে নাম, বয়স, ঠিকানা এবং ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখা যাবে। এরপরই মিলবে মোটরসাইকেল কেনার ছাড়পত্র।

রাজ্যের সব ক’টি জেলার পরিবহণ কর্মকর্তাদের গত সপ্তাহে বিশেষ চিঠি পাঠিয়ে বলা হয়েছে, যাবতীয় নথি ঠিক থাকলে তবেই আরটিও (রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার) এর অনুমতি নিয়ে দু-চাকার যান বিক্রি করা যাবে।

দেশটিতে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কা বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারত সরকার চায়, ১৮ বছরের নিচে কম বয়সীদের কাছে মোটরসাইকেল বিক্রি না করতে। তবে ১৭ বছর বয়সিদের স্কুটি বিক্রি করার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক এবং অভিভাবক উপস্থিত থেকে সেই সম্মতি দেবেন। ওই নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা দেখতে বলা সংশ্লিষ্ট বিভাগ।

(ঢাকাটাইমস/৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :