ভারতে কারাভোগের পর চার নারীকে বাংলাদেশে হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৮:৪১

ভারতে পাঁচ বছর কারাভোগের পর পাঁচ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বুধবার রাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

ফেরত আসারা হলেন- রংপুরের সুমি আক্তার দিপা, ঢাকার রিনা, টাঙ্গাইলের জোছনা, যশোরের শরিফা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, পাঁচ বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে তারা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে অাদালতে সোপর্দ করে। আদালত তাদের পাঁচ বছর কারাভোগের নির্দেশ দেয়। কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত আনা হয় দেশে। ফেরত আসা নারীদের আইনি প্রক্রিয়া শেষে রাতেই বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :