গৃহবধূ হত্যায় স্বামী-ননদসহ ছয়জনের ফাঁসি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:৪৬ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৯:৩৪

ঢাকার ধামরাইয়ে যৌতুকের জন্য গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী জাফর, ননদ রোকেয়াসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দ- পাওয়া অপর আসামিরা হলেন সালেক, জাহাঙ্গীর, আব্দুর রহিম ও ফেলা মিয়া। জাফর ছাড়া অন্য পাঁচ আসামি পলাতক।

নিহত সামিনার মা নাজমা বেগম ২০০৫ সালের ৯ জুন মামলায় অভিযোগ করেন, দুই বছর আগে আসামি জাফরের সঙ্গে সামিনার বিয়ে হয়। বিয়েতে ১৬ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। তখন ৬ হাজার টাকা দিতে পারেন তিনি। বাকি ১০ হাজার টাকা দিতে না পারায় স্বামী জাফর ও ননদ রোকেয়া মাঝেমধ্যেই সামিনাকে মারধর করতেন।

মামলায় উল্লেখ করা হয়, সর্বশেষ ২০০৫ সালের ৭ জুন সামিনা ননদ রোকেয়ার সৈয়দপুরের বাসায় বেড়াতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ওই দিন বেলা তিনটার দিকে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে গুরুতর দগ্ধ সামিনাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার এক দিন পর ৯ জুন সামিনার মা ধামরাই থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের পর ধামরাই থানার এসআই রফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২০০৬ সালের ২৮ জুন এবং ২০০৮ সালের ৬ জানুয়ারি দুই দফা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

(ঢাকাটাইমস/৫জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :