বিশ্ববিদ্যালয় ছাত্র রানার মৃত্যু

রিমান্ডে দিশারী পরিবহনের চালক

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৯:৩৭

সড়ক দুর্ঘটনায় রাজধানীর মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ মাসুদ রানা নিহত হওয়ায় মামলায় দিশারী পরিবহনের বাস চালক হানিফের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলীর থানার এসআই অনুস কুমার সরকার আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

মাসুদ রানা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইউনিভার্সিটি ছাত্র ছিলেন।

আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সরকার রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।

অন্যদিকে রাষ্টপক্ষের মহানগর পিপি আব্দুল্লাহ আবুসহ অনেক আইনজীবী জামিন আবেদনের বিরোধীতা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২ জুলাই সকালে সৈয়দ মাসুদ রানা (২৫) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইউনিভার্সিটি উদ্যেশে রওনা হলে মিরপুর চিড়িয়াখানা সড়কে দিশারী পরিবহনের একটি বাসে চাপায় নিহত হন।

এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তার সহপাঠীরা। সেদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা অবরোধ করে রাখেন সনি সিনেমা হলের সামনের সড়ক। এরপরে পুলিশ ওই চালক (ড্রাইভার) ও সহকারীকে (হেলপার) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে উঠে যান।

ওই ঘটনায় মাসুদ রানার বাবা সৈয়দ জাহাঙ্গীর হোসেন গত ২ জুলাই বাদী হয়ে শাহ আলী থানায় দণ্ডবিধির ৩০৪ (খ) ও ২৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার পরে আসামি হানিফ লক্ষ্মীপুরে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে।

ঢাকাটাইমস/০৫জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :