জয়পুরহাটে পুলিশি বাধায় জেলা বিএনপির মিছিল

প্রকাশ | ০৫ জুলাই ২০১৮, ২১:২০

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটায় সুচিকিৎসা কারামুক্তির ও সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবিতে  মিছিল বের করে জেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে তৃপ্তির মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মিছিলটি পন্ড হয়ে যায় বলে দাবি জেলা বিএনপির নেতাদের। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, কারাগারে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। অথচ তার চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করছে। অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি না দিলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন, হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।

জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ সামছুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সহ সভাপতি ফজলু রহমান, মমতাজ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদ রানা প্রধান, জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহেনায়াজ কবির শুভ্র, সাংগঠনিক সম্পাদক আলী মোকাররম, মুশফিকুল আলম বুলু,যুবদল নেতা ছামস মতিন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান প্রমুখ।

ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/ইএস