ঘাটাইলে নদীতে অবৈধ স্থাপনা করায় এক ব্যক্তির জেল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২৩:৫৮ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ২৩:৫৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ফতেরপাড়া টোক নদীর উপরে অবৈধ স্থাপনা নির্মাণ করার দায়ে লিটন মিয়া (৪৫) নামে এ ব্যক্তিকে সাত দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত লিটন মিয়ার বাড়ি ফতেরপাড়া গ্রামে।

সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা জানান, পৌরএলাকার ফতেরপাড়া নদীর উপরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে লিটন মিয়া ভবন নির্মাণ করার চেষ্টা করেন। তাকে বার বার নোটিশ করার ফলে হাজির না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের জেল ও পাঁচহাজার টাকা জরিমানা করেছে।

ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :