কালীগঞ্জে গুলিবিদ্ধ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ১২:১৩

আঞ্চলিক প্রতিনিধি লালমনিরহাট, ঢাকাটাইমস

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে  গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জহুরুল ইসলাম (৪২)।

এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগগত মধ্যরাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতল কদমতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জহুরুল ইসলাম ওই এলাকার আদুপাড়া লতাবর গ্রামের ইউসুব আলীর ছেলে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ৫টি মামলার চিহ্নিত মাদক বিক্রেতা জহুরুল মাদকের চালান পারাপার করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতল কদমতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ উপপরিদর্শক (এস আই) বাদল ও নরুল  ৭-৮ জন মাদক বিক্রেতাকে ধাওয়া করেন।  এতে পুলিশের ওপর তারা আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড শর্ট গান গুলি ছুড়ে।

 এতে ডান পায়ে গুলিবিদ্ধ হন জহুরুল। এসময় অন্যরা পালিয়ে গেলেও ৫ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবাসহ জহুরুলকে গ্রেপ্তার করা  হয়।
অভিযানে কালীগঞ্জ থানার  উপপরিদর্শক (এসআই) বিজু মিয়া ও কনস্টবল শফিকুল ইসলাম আহত হন। জহুরুল সহ আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে  জহুরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মকবুল হোসেন জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৬জুলাই/প্রতিনিধি/ওআর)