‘শিক্ষার হার শতভাগ করতে কাজ করছে সরকার’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৬:৪৮

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, দেশের শতভাগ নাগরিককে শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠানের সুন্দর অবকাঠামো অপরিহার্য। সেজন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

শনিবার সকালে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে নবনির্মিত চার তলা বিশিষ্ট আই.সি.টি ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা অডিটরিয়ামে এক সভার আয়োজন করা হয়।

মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় এমপি একাব্বর হোসেন ছাড়াও বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, কলেজ পরিচালনা পরিষদের সদস্য বিপ্লব মাহমুদ উজ্জল, অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।

৩ কোটি টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল কাজটি বাস্তবায়ন করেছে বলে কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

ঢাকাটাইমস/০৭জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :