শেরপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২০

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৮:১৮

শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষে ২০জন আহত হন।

শনিবার বিকালে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, আজ বিকালে তেরাবাজার মসজিদ কমিটি গঠনের কথা ছিল। দুই বছর মেয়াদ শেষে নতুন কমিটির গঠনের প্রাক্কালে দুটি পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ অবস্থায় কমিটি গঠনের কার্যক্রম স্থগিত হয়ে যায়। এক পর্যায়ে মসজিদ প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। পরে পুলিশ মসজিদ ও মাদ্রাসা চত্বর থেকে দুই পক্ষকেই বের করে দেয়।

কিন্তু মসজিদের বাইরে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০জন আহত হন।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খালিদ বিন নূর। তিনি বলেন, শহরে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/০৭জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :