চাঁদপুরে ৬৫ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ত্রাণ মন্ত্রীর

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ২০:৫১

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ৬৫ গ্রামের পাঁচ হাজার ১৮০ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিজ বাড়ির প্রাঙ্গনে এক অনুষ্ঠনে এর উদ্বোধন করেন ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুর মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট রহুল আমিন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা এইচ.এম. গিয়াস উদ্দিনসহ আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

এসময় মন্ত্রী কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেন। একটি সংঘবদ্ধ চক্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর আগেও তারা বহু ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি, এখনো পারবে না।

মন্ত্রী আরো বলেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগ পর্যন্ত সম্মেলন ও আলোচনা সভায় আমাদের নেতা-কর্মীদেরকে সরকারের উন্নয়নের কথা বলতে হবে। শেখ হাসিনার কথা মানুষের কানে পৌঁছাতে হবে। মন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের বক্তব্যে ধরন পাল্টাতে হবে। নেতা-কর্মীদের প্রশংসা করার প্রয়োজন নাই। শেখ হাসিনার কথা বলেন। নির্বাচনে সাধারণ জনগণ কোন কথা বললে আকৃষ্ট হবে সে সব কথা বলেন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।

দুই উপজেলার ৮২.৯৪৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মতলব দক্ষিন উপজেলায় ৩০.৭৮৮ কিলোমিটার এবং উত্তর উপজেলায় ৫২.১৬ কিলোমিটার। প্রায় ৮৩ কিলোমিটার নতুন লাইনে নির্মাণ ব্যয় হয়েছে ১২ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, মতলব দক্ষিণ উপজেলায় ৯০ ভাগ এবং উত্তর উপজেলায় ৭৫ ভাগ পরিবারের বিদ্যুৎ সংযোগ পেয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দুই উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে।

ঢাকাটাইমস/০৭জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :