ইবিতে ছাত্রী হেনস্থা: শিক্ষকের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ২১:৪১ | আপডেট: ০৭ জুলাই ২০১৮, ২১:৪৪

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কর্তৃক নিজ বিভাগের ছাত্রীকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চয় কুমার সরকার নিজ বিভাগের বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা করেন। পরে ওই শিক্ষার্থী মানসিকভারসাম্য হারিয়ে ফেলে। গত শুক্রবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া হল কর্তৃপক্ষ মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেয়। পরে মেয়েটির ভাই এসে তাকে ঢাকায় নিয়ে যায়। শনিবার ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওই শিক্ষককে শাস্তির আওতায় আনার জোর দাবি জানায়।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে যৌন নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যেমে অপরাধীর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকাটাইমস/০৭জুলাই/প্রতিনিধি/ইএস