বাদল ফরাজির মুক্তি চে‌য়ে হাইকোর্টে রিট

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমন
ফাইল ছবি

বিনা অপরাধে ভারতের কারাগারে ১০ বছর ধরে বন্দী থাকা বাদল ফরাজির মুক্তির জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এ আবেদন করেন। স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব ও কারা মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে রবিবার গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন ব্যারিস্টার পল্লব। পরে তা এফিডেভিট করে আবেদন করতে বলেন আদালত। 

রিটকারী আইনজীবী ব্যারিস্টার পল্লব সাংবাদিকদের বলেন, বাদল ফরাজি নির্দোষ বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। বর্তমানে তাকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। আমরা তার আটক অবৈধ চেয়েছি এবং মুক্তি দাবি করেছি। বিষয়টি সোমবার শুনানি হবে বলে জানান তিনি।  

সাজা খাটা শেষে গত শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয় বাদল ফরাজিকে। তাকে বর্তমানে কেরানীগঞ্জ কারাগারের বকুল ভবনের চাতলার একটি কক্ষে রাখা হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে। 

জানা গেছে, নাম বিভ্রাটের কারণে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন বাদল ফরাজি। তিনি সেখানে ১০ বছর সাজাও ভোগ করেছেন। অবশ্য বিভিন্ন এনজিও বলে আসছে, তিনি নিরপরাধী। তবে তা এখনও আদালত স্বীকৃত নয়।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এমএবি/জেবি)