ইউজিসির সাথে ইবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ১৮:২১

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে ইউজিসির হল রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউজিসির পক্ষে সচিব ড.  খালেদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ চুক্তিতে স্বাক্ষর করেন ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত ফোকাল পয়েন্ট  নওয়াব আলী খান উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. আখতার হোসেন ও সচিব ড. খালেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসির এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ওআর)