লালমনিরহাটে ৫৯টি ভারতীয় গরু জব্দ

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ১৮:২৩ | আপডেট: ০৮ জুলাই ২০১৮, ১৮:৩৩

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

লালমনিরহাট জেলা টাস্কফোর্সের অভিযানে পাটগ্রাম উপজেলায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৫৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে  গরুগুলো জব্দ করা হয়।

অভিযানে অংশ নেয় বিজিবি রংপুর-৬১  ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহিউস সুন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, থানার উপ-পরিদর্শক ইউনুস আলী ও পৌর কাউন্সিলর মজিদুল ইসলাম।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সীমান্ত অতিক্রম করে চোরাইপথে ভারত থেকে গরু আসছে এমন খবরে উপজেলার রসুলগঞ্জ বাজারের বাইপাস রোডের পাশে সোবহান ও আজগার আলীর বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্স কমিটি। এসময়  বাড়ির মালিক পালিয়ে গেলেও ৫৯টি গরু জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ওআর)