নিম্নমানের খাবার: সরকা‌রি কর্মচারী হাসপাতা‌লে দুদকের অভিযান ‌

নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:৫০ | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৮, ১৯:৪৮

সরকা‌রি কর্মচারী হাসপাতা‌লে অভিযান চালিয়েছে দুদকের একটি দল। হাসপাতালের রোগীদের নিম্নমা‌নের খাবার দেয়ার বিষ‌য়ে অভিযোগ পেয়ে অভিযান চালায় দুর্নীতিবিরোধী সংস্থাটি।

র‌বিবার কমিশনের সহকারী পরিচালক শারিকা ইসলাম ও তানজির হাসিব সরকারের সমন্বয়ে তিন সদস্যের একটি দল এই অ‌ভিযান প‌রিচালনা চালায়।

সরেজমিন পরিদর্শনকালে অভিযানকারী দল হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের প্রমাণ পে‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দুদ‌কের জনসং‌যোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদক টিম একই সা‌থে হাসপাতাল‌টির বহির্বিভাগে আগত এবং কেবিন ও ওয়ার্ডসমূহে চিকিৎসাসেবা গ্রহণরত রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা জেনেছেন। প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে এ ধর‌নের অব্যবস্থাপনা দূরীকরণে হাসপাতাল কর্তৃপক্ষ শিগগির যথাযথ পদক্ষেপ নেবে ব‌লে দুদককে আশ্বস্ত ক‌রেছে।

এদিকে একই অভিযোগে দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতীতে অভিযান চালায়। টাঙ্গাইল-এর উপপরিচালক রেবা হালদারের নেতৃত্বে একটি টিম-এ অভিযানে অংশ নেয়।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দপ্তরে অনুপস্থিত পাওয়া যায়। সরেজমিন পরিদর্শনে এ হাসপাতালের খাবারের মানও নিম্নমানের পাওয়া যায়। যত দ্রুত সম্ভব খাদ্যের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নে‌বে ব‌লে দুদক টিমকে জা‌নি‌য়ে‌ছেন সেখানকার উপস্থিত কর্মকর্তারা।

হাসপাতালে টেন্ডারের নির্ধারিত শর্ত ও মান অনুযায়ী খাবার সরবরাহ না করা দুর্নীতি জা‌নি‌য়ে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী ব‌লেন, 'হাসপাতাল ব্যবস্থাপনা দুর্নীতিমুক্ত হোক- জনগণের এ প্রত্যাশার আলোকেই দুদক এ অভিযান চালিয়েছে।'

হাসপাতা‌লের খাবারের মান নিয়ে দুর্নীতি বন্ধে দুদক কঠোর ভূমিকা পালন করবে বলেও জানান তি‌নি।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এএ‌কে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :