নেত্রকোণায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ২১:০১

নেত্রকোণা প্রতিনিধি
ঢাকাটাইমস

নেত্রকোণায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

রবিবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সাইফুল ইসলামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তার বাবা আব্দুল হাই মিয়া। তিনি পেশায় রিকশাচালক বলে জানা গেছে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ জানান, রিকশাচালক সাইফুল ইসলামের সংসারে অভাব-অনটন ও দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ২০১৭ সালের ২৮ আগস্ট সন্ধ্যায় স্ত্রী রুমা আক্তারকে বাড়ির পাশের পুকুর পাড়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ রাতেই তাকে আটক করে। পরে  সাইফুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পরদিন ২৯ আগস্ট নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে ভগ্নিপতি সাইফুলকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ অক্টোবর সাইফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।  

ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ ইএস