ডেসটিনির পরিচালক মেজবাহর তিন বছরের কারাদণ্ড

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৪:৩২

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

সম্পত্তির হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক মেজবাউদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালকের বিচারক শহীদুল ইসলাম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

রায়ে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তার পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি মেজবাউদ্দিন স্বপন পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর নির্দেশ দিয়েছেন।

অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় ২০১৪ সালের ২৮ আগস্ট মেজবাহ উদ্দিন স্বপনকে হিসাব বিবরণী দিতে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

ঢাকাটাইমস/৯জুলাই/আরজে/এমআর