গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৫:২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস দুটির অন্তত ৩০ যাত্রী।

সোমবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাইবান্ধা থেকে সোমা পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় আসার পর বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী আগমনী এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আগমনী এন্টারপ্রাইজের চালকসহ তিনজন নিহত হন। আহত হন বাস দুটির অন্তত ৩০ যাত্রী। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা আকতারুজ্জামান। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা-রংপুর মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এসব যানে থাকা যাত্রীরা। উদ্ধারকর্মীরা গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরেয়ে নিলে দুইটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/৯জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :