তিস্তার স্রোতে ভেঙে যাওয়া রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৬:৫৫

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নে সম্প্রতি বন্যায় তিস্তার প্রবল স্রোতে ভেঙে যাওয়া রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করছে এলাকাবাসী।

রবিবার থেকে ওই ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ মিলে বালির বস্তা ও মাটি ফেলে মিলে ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মাণকাজ শুরু করে। রাস্তাটি নির্মাণের ফলে তিস্তাপাড়ের কয়েকশ পরিবার বন্যার পানি থেকে রক্ষা পাবে।

এদিকে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের খবর পেয়ে রবিবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম শ্রমিকদের উৎসাহ দিতে নিজেও রাস্তায় মাটি ফেলার কাজ করেন।

(ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/জেবি)